Mufti Alauddin Account Hacked By Bangladesh Cyber Defense

 বাংলাদেশ সাইবার ডিফেন্স (BCD)




 ইসরায়েলের নির্মম গণহত্যার বিরুদ্ধে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। Mifti Alauddin বারবার এমন তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং নৈতিকতার বিরুদ্ধে।



এমন মিথ্যাচারের বিরুদ্ধে আমরা, বাংলাদেশ সাইবার ডিফেন্স (BCD), দৃঢ় অবস্থান নিয়েছি। আমরা Mufti Alauddin এর একাউন্টটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছি যাতে এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ করা যায়।

আমরা সবসময় সঠিক তথ্য এবং মানবাধিকার রক্ষায় বিশ্বাসী। আমাদের লক্ষ্য হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে সঠিক, প্রামাণিক তথ্য পৌঁছে দেওয়া এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করা।

#CyberDefense #TruthMatters #StopMisinformation

Previous Post Next Post